Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১২:৩৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৮

সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা জরুরি, নচেৎ এর বাস্তবায়ন প্রক্রিয়া অনিশ্চিত থেকে যাবে।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আখতার বলেন, অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করা। অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার সম্পন্ন করা। রাষ্ট্রতন্ত্রে গণতান্ত্রিক সংস্কার আনা এবং একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা।

বিজ্ঞাপন

আখতার হোসেন আরও বলেন, এনসিপি সংস্কার কমিশনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং জুলাই সনদ প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য তৈরি হয়েছে, তা একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়ে গেছে, যা দূর করা জরুরি।’

তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এবং একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর