Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ বোর্ডে পাসের হারে মেয়েরা এগিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১৭:২৭

শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সারাবাংলা

ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১.৫৪ শতাংশ। এবারের ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৯ হাজার ৯৬ জন পাস করেছে।

এর মধ্যে ছেলে ১৬ হাজার ৬৭৬ এবং মেয়ে ২২ হাজার ৪২০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত ছেলে ১ হাজার ১১৭ এবং মেয়ে ১ হাজার ৫৬৭। জিপিএ-৫ এবং পাশের হারে এবারো মেয়েরাই এগিয়ে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া শিক্ষা বোর্ডে শতভাগ পাশ করেছে তিনটি কলেজ ও শতভাগ ফেল করেছে ১৫টি কলেজ। ফলাফল ভালো করতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ ম্যানেজিং কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান।

বিজ্ঞাপন

মোংলায় বিএনপির উঠান বৈঠক
১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৮

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক
১৬ অক্টোবর ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর