Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৩

সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। ছবি: সারাবাংলা

নরসিংদী: নরসিংদীতে প্রায় ২৫০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড.ফখরুদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া।

বিজ্ঞাপন

এসময় নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট ও বিটিএমএ এর ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং জেলার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। তারা বলছেন, এ রকম আয়োজন ভালো ফলাফল করতে উদ্যমী করে তুলবে।

বিশেষ অতিথি নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও বিটিএমএ-এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা সবখানে সুনামের সহিত কাজ করবে এমন প্রত্যাশা করছি। একজন শিক্ষার্থী যেই স্থানে যেই অবস্থাতেই আছে, সেই অবস্থাতেই যদি সে পরিশ্রম করে, তবে সে ভালো করবেই। চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, আজ ২৫০ জন কৃতিশিক্ষার্থী সংবর্ধনা পেয়েছে, এখানে চাঁদের হাট বসেছে। এই আয়োজন, বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস যোগাবে। এছাড়া, নতুন যারা শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসের তারা অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে। তারাও ভালো করতে চেষ্টা করবে। এসব উদ্দেশ্যেই আজকের এই আয়োজন।

বিজ্ঞাপন

পাবনায় ২ জনের মরদেহ উদ্ধার
১৬ অক্টোবর ২০২৫ ১৬:৪১

আরো

সম্পর্কিত খবর