পাবনা: শহীদ ইয়ামিনের স্মরণে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুপুরে এডওয়ার্ড কলেজ মাঠে পায়রা অবমুক্ত করে প্রতিযোগিতার উদ্বোধন করেন এডওয়ার্ড কলেজের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ও সাবেক সচিব ড. মো. শরিফুল আলম।
সরকারি এডওয়ার্ড কলেজের প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শহীদ ইয়ামিনের চাচা মোকাদ্দাস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামান মনিরুজন, প্রভাষক নুরুল আলমসহ সকল শিক্ষক।
এ সময় আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয় এবং মনের বিকাশ ঘটে। খেলাধুলার মাধ্যমে মাদকাসক্ত ও অপরাধমূলক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারে। সেই জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। শরীর সুস্থ রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ১৮টি বিভাগে ১৮ দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দুই করে ম্যাচ খেলা অনুষ্ঠিত হবে।