ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছে চার সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ দল।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন (বিসিআইসি) সিনিয়র জিএম মনজুর রেজা নেতৃত্বে আগুনের ঘটনাস্থল পরিদর্শন করা হয়। দলের অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক জিল্লুর রহমান, পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সৈয়দ আহমেদ কবীরসহ দুই জন।
এদিন, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন-রূপনগরে আগুনের ঘটনায় ৭ সদস্যের কমিটি
এর আগে, মঙ্গলবার সকালে রুপনগরের এই কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টির বেশি ইউনিট। ভবনটিতে রাসায়নিক থাকায় এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করে উদ্ধার কাজ চালাতে ফায়ার সার্ভিস কর্মীদের বেশ বেগ পেতে হয়।
এখন পর্যন্ত আগুনে পোড়া ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে তাদের দেহ ছাই হয়ে গেছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।