Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা ইলিশ সংরক্ষণ
দেশব্যাপী অভিযান চলমান ও আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ২০:৫৩

মৎস্য অধিদফতরের উদ্যোগে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ দেশব্যাপী চলমান রয়েছে।

ঢাকা: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদফতরের উদ্যোগে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ দেশব্যাপী চলমান রয়েছে। এ বিশেষ অভিযান ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় পরিচালিত হচ্ছে।

এ সময়কালে বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ জাল ও ইলিশ জব্দ, জরিমানা এবং আইনি পদক্ষেপ গ্রহণসহ ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত ৫ হাজার ৮৫টি অভিযান ও ১ হাজার ১৭৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৩০১টি মামলা দায়ের করা হয় এবং আইন ভঙ্গের অপরাধে ১ হাজার ৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান এবং ৪২ লাখ টাকারও বেশি জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া ৪২৮ লাখ মিটার জাল ও ৫৭ টন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত ইলিশ এতিমখানতে বিতরণ করা হয়েছে। নিষিদ্ধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি নিলামে বিক্রয়ের মাধ্যমে ৩১ দশমিক ১২৮ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, প্রতি বছরের ন্যায় এ বছরও মা ইলিশ আহরণ নিষিদ্ধকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জেলেদের জন্য ৩৮ জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০ জন জেলেকে ২৫ কেজি হারে ১৫ হাজার ৫০৩ টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয় ও ১৫ হাজার ৪০ টন চাল ইতোমধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে।

অভিযান চলাকালে মেহেন্দিগঞ্জ, হিজলা, ভেদরগঞ্জ উপজেলায় একজন সহকারী কমিশনারসহ (ভূমি) মৎস্য অধিদফতরের দুইজন কর্মকর্তা, নৌ পুলিশের একজন সাব-ইন্সপেক্টর, তিনজন কনস্টেবলসহ ৯ জন সদস্য আহত হন। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ পরিচালনা করছে।

ইতিমধ্যে চট্টগ্রাম মহানগর, কোম্পানীগঞ্জ, রায়পুর, হিজলা, শিবচর ও শ্রীনগর উপজেলায় সেনাবাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হয়েছে। গভীর সমুদ্রে দেশি-বিদেশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে যুদ্ধজাহাজ ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এ ছাড়া আকাশপথে ইলিশ অধ্যুষিত জেলাগুলোর নদীগুলোতে নজরদারির জন্য এ পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে ৩টি অভিযান পরিচালিত হয়েছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

পঞ্চগড়ে ৩ কলেজের কেউ পাস করেনি
১৬ অক্টোবর ২০২৫ ২২:৪৯

ঢাবির চারুকলায় শরৎ উৎসব উদযাপন
১৬ অক্টোবর ২০২৫ ২২:১৪

আরো

সম্পর্কিত খবর