Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী গণতন্ত্র ছাড়া পিআর পদ্ধতি ফলপ্রসূ নয়: নওশাদ জমির


১৬ অক্টোবর ২০২৫ ২৩:৫৪

পঞ্চগড়: বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ মুহাম্মদ নওশাদ জমির বলেছেন, বাংলাদেশে স্থায়ী গণতন্ত্র গড়ে না ওঠায় পিআর পদ্ধতি কার্যকর হবে না। তিনি বলেন, ‘যে সব দেশে স্থায়ী গণতন্ত্র তৈরি হয়নি, সে সব দেশে পিআর পদ্ধতি ভালো ফল দেয় না। নেপালে সরকার পরিবর্তনের ঘনঘন নজিরই এর প্রমাণ।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে “ঘরে ঘরে, জনে জনে” শীর্ষক প্রচার কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি এই নেতার বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, ‘বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তবে ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নেই আমরা অঙ্গীকারবদ্ধ।’

বিজ্ঞাপন

প্রচারে বিএনপির ৩১ দফা কর্মসূচির মূল দিকগুলো—আইন ও সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, ধর্মীয় স্বাধীনতা, কৃষি ও শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও সার্বজনীন স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি—উপস্থাপন করা হয়। কর্মসূচিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর