ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগর এলাকার একটি গলি থেকে হিমু ওরফে কালু (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ি নবিনগর রোডের মেডিবাংলা হাসপাতালের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
নিহত হিমুর খালাতো বোন জামাই হাসান খান জানান, যাত্রাবাড়ি মীরহাজির এলাকায় এলাকায় পরিবারের সঙ্গে থাকতো হিমু। তার বাবার নাম মিন্টু মিয়া। পেশায় কিছুই করতো না হিমু। তবে সে নেশাগ্রস্থ ছিল। বেশ কয়েকদিন তাকে রিহ্যাবে দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, গতকাল সন্ধ্যায় বাসা থেকে বের হয় হিমু। এরপর রাত ২টার দিকে বাসায় ফিরে। তবে, এতো রাতে বাসায় ফিরায় তার মা রেখা বেগম রাগ করে দরজা খোলে না। এরপর সকালে সংবাদ জানা যায়, নবীনগর রোডে কেউ বা কারা হিমুকে খুন করে ফেলে রেখেছে। তবে কারা হিমুকে খুন করেছে সে বিষয়ে তার পরিবারের কেউ কিছু বলতে পারেনি। সেখানকার সিসি ক্যামেরা তদন্ত করছে পুলিশ।
এদিকে, যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক (এসআই) জুয়েল রানা বলেন, ভোরে ট্রিপোল নাইনের মাধ্যমে সংবাদ পাই নবীনগর রোডের মেডিবাংলা হাসপাতালের একটি গলিতে একটি রক্তাক্ত মরদেহ পরে আছে। দ্রুত সেখানে গিয়ে ওই কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই বলেন, ‘ওই কিশোরের মাথাসহ শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরিবার থেকে জানা যায়, সে মাদকাশক্ত ছিল। রিহ্যাবে ভর্তিও ছিল। ধারণা করা হচ্ছে, অন্য মাদকাসক্ত কেউ তাকে খুন করতে পারে। তবে, ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরা ছিল যেটা ছিড়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।’