Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ সই
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে সেনাবাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৭:১৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৪৯

সেনাবাহিনীর কঠোর অবস্থান। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সেনাসদস্যরা সড়কের প্রবেশ মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন। তাদের সঙ্গে রয়েছে র‍্যাব ও পুলিশ সদস্যরাও। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে।

এর আগে, আজ সকাল ১১টার দিকে গেট টপকে ভেতরে ঢুকে পড়া জুলাই যোদ্ধারা। এরপর মঞ্চ থেকে তাদের লাঠিপেটা করে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুপুর দেড়টায় তারা সংসদ ভবন এলাকার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠি হাতে বিক্ষোভকারীদের ধাওয়া দেন। দুপুর ২টার পরও চলে পুলিশ ও তাদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া।

বিজ্ঞাপন

জুলাই যোদ্ধাদের তিন দফা দাবিগুলো ছিল—জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

রিশাদকে নিয়ে উচ্ছ্বসিত মুশতাক
২০ অক্টোবর ২০২৫ ১৫:৪১

আরো

সম্পর্কিত খবর