Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সবুজ সংকেত পেয়ে অধ্যক্ষ আনুর গণসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৭:২৩ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৮:৫৬

গণসংযোগে আনোয়ারুল ইসলাম আনু। ছবি: সারাবাংলা

নাটোর: নাটোরের সিংড়ায় বিএনপির সবুজ সংকেত পেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিংড়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এরপর সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর বাজারে উঠান বৈঠক করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

বিজ্ঞাপন

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, ‘একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমান নির্দলীয় সরকার সেই পরিবেশ তৈরি করবেন বলে আমরা আশাবাদী। তাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চাইছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর