Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেয়, সরকার গঠনের সুযোগ দেয়, নিরীহ জনগণের কাছ থেকে আমরা চাঁদা তুলবো না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না।

তিনি বলেন, ‘অফিস আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না। অবৈধ দখলদারি বরদাশত করা হবে না। দুর্নীতির মূল কেটে দেওয়া হবে। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই।’

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে ১৮ কোটি মানুষের সবাই তার নাগরিক অধিকার সমানভাবে ভোগ করবে। সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব। শ্রমিক ভাই বোনদের নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না। শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবে।’

বিজ্ঞাপন

জুলাই সনদ সইয়ের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জাজনক উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘জুলাই যোদ্ধাদের বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আপনাদের রাস্তায় দেখতে চাই না। আরও অনেকে দাবি দাওয়া নিয়ে নেমেছেন। কিন্তু অনেকের দাবি দাওয়া আর জুলাই যোদ্ধাদের দাবি দাওয়া এক নয়। এটাকে ভিন্ন মর্যাদার চোখ দিয়ে অবশ্যই দেখতে হবে। আসলে যে সমাজে সর্বাঙ্গে ব্যাথা, আপনি মলম লাগাবেন কোথায়।’

তিনি আরও বলেন, ‘দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেঁয়ে আছে। আগেও ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরও বিপুল শক্তিতে দুর্নীতি হচ্ছে। কোথাও মানুষের কোনো শান্তি নেই, নিরাপত্তা নেই, ইজ্জত নেই। প্রতিদিন চাঁদাবাজি, এটা সেটা কেন্দ্র করে অহরহ মব হচ্ছে। এর সমাপ্তি অবশ্যই হতে হবে। কে করবে এই সমাপ্তি? যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। যারা দেশের মানুষকে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে।’

জামায়াত আমির বলেন, ‘আমরা একটি নিপীড়িত সংগঠন। আমাদের সঙ্গে যে আচরণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কারও সঙ্গে সে আচরণ করা হয়নি। এক এক করে আমাদের নেতাদেরসহ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার সহকর্মীকে পঙ্গু করা হয়েছে। চাকরি ছাড়া করা হয়েছে। বাড়ি ছাড়া করা হয়েছে। প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। আমাদের সংগঠনকে দিশেহারা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর আমরা ঘোষণা দিলাম ব্যক্তিগত পর্যায়ে কারও প্রতি কোনো ধরনের প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদের সর্বাত্মক সহযোগীতা কবো। আফশোস আমাদের সব মিডিয়া নয়, ২-১ জনের মগজ বিগড়ে গেল। তারা আমার কথাটাকে উলটিয়ে ফেললেন। তারা বললেন যে, জামায়াতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে। আওয়ামী লীগ শব্দটাও মুখে আনিনি। আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞাসা করলাম, আপনার কানে কি তালা ছিল? আপনার চোখে কি স্টিলের চশমা পড়ে ছিলেন? কেন আপনি আপনার কথা আমার ওপর চাপিয়ে দিলেন?‘

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ঢাকা ১৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও মিরপুর পূর্ব থানার আমির শাহআলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহম্মদ তসলিম, মহনগরী কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরী উত্তরের সভাপতি মহিবুল্লাহ মাসুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদুল্লাহ, সেক্রেটারি আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী কর্মপরিষদ সদস্য ও কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তরের আমির রেজাউল করিম মাহমুদ, কাফরুল পশ্চিম থানা ভারপ্রাপ্ত আমির আতিক হাসান, মহানগরী যুব সম্পাদক ডা. মইন, মহানগরী মজলিশে শুরা সদস্য ও কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ, কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমান, মহানগরী যুব বিভাগেরসহ সভাপতি খান হাবিব মোস্তফা, শ্রমিক কল্যাণ ফেডারেশন কাফরুল জোন পরিচালক মিজানুর রহমান ও কাফরুল দক্ষিণ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

জুলাই সনদে সই করেনি যেসব দল
১৭ অক্টোবর ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর