Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মাসে ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ১৩ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২০:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ২০:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের প্রথম ৮ মাসে (জানুয়ারি-আগস্ট) ইউরোপে পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ১৩ শতাংশ। ২০২৪ সালের এই সময়ে যেখানে ১১ হাজার ৯১৮ মিলিয়ন ডলার, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৩ বিলিয়ন ডলার।

ইউরোপীয় কমিশনের সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ইউরোস্ট্যাটের তথ্যমতে, সর্বশেষ আগস্ট মাসে ইউরোপে পোশাক রফতানিতে নেতিবাচকপ প্রবৃদ্ধি হয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালের আগস্টে ইউরোপে পোশাক রফতানি কমেছে ৮ দশমিক শূন্য ৪ শতাংশ।

তথ্যমতে, প্রথম ৮ মাসে ইউরোপে সবচেয়ে বেশি পোশাক রফতানি প্রবৃদ্ধি ঘটেছে কম্বোডিয়ার। দেশটি ২০২৪ সালে ইউরোপে যেখানে ২ হাজার ৩২৭ মিলিয়ন ডলারের পোশাক রফতানি করেছে, ২০২৫ সালে তা বেড়েছে দাঁড়িয়েছে ২ হাজার ৯১৮ মিলিয়ন ডলারে। কম্বোডিয়ার পর সবচেয়ে বেশি পোশাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে চীনের। প্রথম ৮ মাসে চীনের পোশাক রফতানি প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ১৯ শতাংশ। ২০২৪ সালের প্রথম ৮ মাসে যেখানে চীনের রফতানি ছিল ১৪ হাজার ৪২৭ মিলিয়ন ডলার, ২০২৫ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯০৭ মিলিয়ন ডলারে।

বিজ্ঞাপন

তথ্যমতে, ইউরোপে পোশাক রফতানি প্রবৃদ্ধিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। প্রথম ৮ মাসে ইউরোপে ভিয়েতনামের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮১ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশের পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ১৩ দশমিক ১৩ শতাংশ। এই সময়ে ইউরোপে ভারতের পোশাক রফতানিতে প্রবৃদ্ধিতে ১১ দশমিক ৮৮ শতাংশ, পাকিস্তানের ১২ দশমিক ৫৪, মরোক্কোর ১ দশমিক ৩১ শতাংশ, শ্রীলঙ্কার ১০ দশমিক ৩৩ শতাংশ ও ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি ৮ শতাংশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর