Friday 17 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়নে জবিতে মশাল মিছিল

জবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২২:১২

জবিতে মশাল মিছিল করেন তিস্তাপাড়ের শিক্ষার্থীরা।

ঢাকা: অতিবিলম্বে তিস্তার সমস্যা সংকট ও মহা প্রকল্প বাস্তবায়নে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও ’ শিরোনামে মশাল মিছিল ও সমাবেশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিস্তাপাড়ের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি রায়সাহেব বাজার ঘুরে তাঁতিবাজার থেকে ঘুরে বিশ্বজিৎ চত্বরে অবস্থান করেন।

রংপুর বিভাগের ৮ জেলার শিক্ষার্থীদের সঙ্গে এ মিছিলে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। মশাল হাতে তারাও এ মিছিলে অংশগ্রহণ করেন। তারা তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন এবং এর সমাধান চান।

বিজ্ঞাপন

নীলফামারী জেলা কল্যাণের সভাপতি আজিজুল হাকিম আকাশ বলেন, ‘নভেম্বরের মাঝে আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়ন চাই। আমাদের দাবি মানা না হলে আমরা ঢাকাস্থ সব জেলার শিক্ষার্থীরা এক হয়ে কঠোর আন্দোলন শুরু করব’

জবিস্থ রংপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি সোহাগ মন্ডল বলেন, ‘আমি পরিচয় দেই আমি সবচেয়ে সবচেয়ে অবহেলিত বিভাগ রংপুরের সন্তান। আমাদের মঙ্গা এলাকার কথা বলা হয়, আমরা মঙ্গা নই আমাদের মঙ্গা বানানো হয়েছে। আমরা এ থেকে মুক্তি চাই।’

জবিস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণের সভাপতি মিলন আহম্মদে বলেন, ‘৫ তারিখ পরবর্তী আমরা ভেবেছি এই অন্তর্বর্তী সরকার ভারতীয় আগ্রাসনকে বৃদ্ধাগুলি দেখিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তববায়ন করবে। কিন্তু এই সরকার তা করতে পারেনি। আমরা সরকারকে আহ্বান জানাবো দ্রুত সময়ে মধ্যে এই চুক্তি বাস্তবায়ন করে তিস্তা পাড়ের মানুষকে মুক্তি দিন। তা না হলে দুর্বার আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নিব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর