Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিএসে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের ফাহিম

রাবি করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৫ ২৩:৪৭ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১০:০৪

ফাহিম রেজা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জিএস ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে লড়েছিলেন শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ফাহিম রেজা। নির্বাচনে জিএস পদে হারলেও সিনেটে নির্বাচিত হয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে এ ফলাফল ঘোষণা করা হয়।

কমিশনের তথ্যানুসারে, সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫৮জন প্রার্থী। এতে ছাত্র শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে তিনজন, একজন স্বতন্ত্র এবং একজন সাবেক সমন্বয়ক সমন্বয়ক নির্বাচিত হয়েছেন। এতে জিএস পদে হারলেও ৮২০৫ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন ফাহিম রেজা। তাছাড়া, রাকসুর ভিপি পদের পাশাপাশি ৯৪৬৭ ভোট পেয়ে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, এজিএস পদে পাশাপাশি ৪৬৯০ ভোট পেয়ে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন এসএম সালমান সাব্বির। এদিকে রাকসুর জিএস পদের পাশাপাশি ১২৮৩৩ ভোট পেয়ে সিনেট সদস্য পদে নির্বাচিত হলেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার এবং ৫৭০৭ ভোট পেয়ে সিনেট সদস্য হোন আকিল বিন তালেব।

বিজ্ঞাপন

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনারের অধ্যাপক ড. এফ নজরুল বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা আমাদের নির্বাচন নিয়ে অনেক খুশি। যারা নির্বাচিত হয়েছেন তারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর