ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য নাসিরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, ‘এক মুহূর্তের জন্য রাজনীতি হারিয়ে গিয়েছিল। থেকে গিয়েছিল নিখাদ মানবতা, ভালোবাসা, যত্ন আর সেই বন্ধন—যা আমাদের সবাইকে একত্রে বেঁধে রাখে। প্রতিটি স্লোগান ও প্রতিটি সংগ্রামের পেছনে আছেন বাবা-মা, বন্ধু, সাধারণ মানুষ। যাদের স্বপ্ন অসাধারণ; নিজের পরিবার, সমাজ ও জাতির জন্য।’
পোস্টের ছবিটিতে দেখা যায়, নবজাতককে কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে আছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট।
মুলত, ১৬ অক্টোবর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ছেলে সন্তানের বাবা হয়েছেন। এই আনন্দঘন মুহূর্তে নবজাতককে কোলে নিয়ে তোলা একটি মানবিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। মাত্র আট ঘণ্টার মধ্যেই এতে ১২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া, শতাধিক মন্তব্য ও ১২২টি শেয়ার হয়েছে।