Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো দল জুলাই সনদে সই করেছে কি না—সেটি নির্বাচনে প্রভাব ফেলবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১২:৩৬ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৩:৩৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো রাজনৈতিক দল জুলাই সনদে সই করেছে কি না—সে বিষয়টি আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।

শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “জাতি মনে করে শহিদ জিয়াউর রহমানের সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংগত করতে আমরা যে রাজনৈতিক পরিবর্তন চাই, তার সূচনা ইতোমধ্যেই হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “শুক্রবার জুলাই সনদে সইয়ের মধ্য দিয়ে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এর পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে শক্তিশালী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে—যেখানে রাষ্ট্রের সব অঙ্গে ভারসাম্য রক্ষা হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।”

বিএনপির এই নেতা মনে করেন, ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মাধ্যমেই কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গঠন সম্ভব।

জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি দল সই না করায় নির্বাচনে প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “আমি মনে করি এতে কোনো প্রভাব পড়বে না। এখনও সময় আছে, আশা করি বাকি দলগুলোও সময়মতো সনদে সই করবে। গণতন্ত্রে সবাই একমত হবে না—এটাই স্বাভাবিক। ভিন্ন মত থাকতে পারে, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য।”

তবে তিনি অভিযোগ করেন, “আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে। গতকালও তাদের এমন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে। জুলাই যোদ্ধাদের দাবি ছিল যৌক্তিক, আর ঐকমত্য কমিশনের সহ-সভাপতি সেই দাবি সনদে সংশোধনের মাধ্যমে প্রতিফলিত করেছেন। এরপরও কিছু উচ্ছৃঙ্খল ছাত্র নামধারী লোক সেখানে গোলযোগ সৃষ্টি করেছে—আমি মনে করি, তারা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর অংশ।”

সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোনো সংগঠন বা ব্যক্তি এই ধরনের বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে পারে না।”

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর