Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নিয়ন্ত্রণে ৩৬ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৫:০৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ১৭:৩৫

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট এ কার্গো মালামালে আগুন লাগার খবর ২টা ৩০ মিনিটের দিকে আমরা পেয়েছি। আগুন লাগার খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ২২টি ইউনিট যোগ দেয়।

বিজ্ঞাপন

তবে প্রাথমিক অবস্থায় আগুনের সূত্রপাত ও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর