বগুড়া: বগুড়ায় প্রায় ৫ হাজার অসহায় ও দরিদ্র রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে প্রায় ১৭০ জন চিকিৎসক (এর মধ্যে ৮০ জন বিশেষজ্ঞ) রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার রোগী বাগবাড়ী শহিদ জিয়া কলেজ মাঠে আসেন এবং দীর্ঘদিন অর্থাভাবে চিকিৎসা নিতে না পারা অনেক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, মাহবুবুর রহমান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।
বক্তারা বলেন, মানবতার সেবাই জিয়াউর রহমান ফাউন্ডেশনের মূল লক্ষ্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি বগুড়াসহ আশপাশের জেলাগুলোতে চিকিৎসা, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বাড়ানো হবে।
দিনব্যাপী প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে আয়োজকরা জানান। জটিল রোগীদের বিভিন্ন হাসপাতালে রেফার করা হচ্ছে।
উল্লেখ্য, ২০০০ সালে জিয়াউর রহমান ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি চিকিৎসা, কৃষি, শিক্ষা ও মানবকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছে।