চুয়াডাঙ্গা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বলেছেন, ‘শ্রমিকদের অবহেলিত রেখে বাংলাদেশ কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। শ্রমিক ছাড়া দেশের কোন উন্নতি ঘটানো সম্ভব নয়। তাই শ্রমিকদের মর্যাদা রক্ষা করা মানে জাতির মর্যাদা রক্ষা করা।’
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের এরশাদ মঞ্চে অনুষ্ঠিত রিক্সা-ভ্যান শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আক্তারুজ্জামান বলেন, ‘আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই—শ্রমিক আল্লাহর বন্ধু, তাই তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব। রিক্সা ও ভ্যান শ্রমিকেরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সহজ করছে। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকের সন্তুষ্টি না থাকলে দেশের উৎপাদন ব্যাহত হবে, উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে কাজ করছি ও করবো ইনশাআল্লাহ।’
শ্রমিক কল্যাণ ফেডারেশন আলমডাঙ্গা পৌর সভাপতি শাহিন সাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক।
সমাবেশের প্রধান আলোচক রুহুল আমিন বলেন, ‘এ দেশের শ্রমজীবী মানুষই আমাদের আন্দোলনের শক্তি, আমাদের পরিবর্তনের প্রেরণা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিক্সা-ভ্যান চালক ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন—আমরা সেই ত্যাগ কখনও ভুলব না। আপনাদেরই শক্তিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, ইনশাআল্লাহ। শ্রমিকদের ঐক্যের প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ হবে ইনসাফভিত্তিক বাংলাদেশ, ইনশাআল্লাহ। আপনাদের জীবনের নিরাপত্তা, সন্তানদের শিক্ষার সুযোগ এবং শ্রমিক কল্যাণের নিশ্চয়তা দিতে আমরা কাজ করে যাবো। সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন, আপনার ভোটই পরিবর্তনের সূচনা করবে।‘
বিশেষ অতিথি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও ভালোবাসার দল। আমরা শ্রমজীবী মানুষের দুঃখ–কষ্ট বুঝি এবং তাদের পাশে থেকে কাজ করতে চাই। আলমডাঙ্গার প্রতিটি শ্রমিক ভাই যেন তার ঘরে শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, এই সমাজে পরিবর্তন আনতে হলে প্রথমে শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ ‘
সমাবেশে আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ মহসিন আলী, অফিস সম্পাদক মাসুদুল ইসলাম, অর্থ সম্পাদক ইমরান হোসেন, জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপজেলা থেকে প্রায় ৭০০ রিক্সা ভ্যান নিয়ে একটি র্যালি বের করেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। র্যালিটি আলমডাঙ্গা শহরের হাইরোড হয়ে লালব্রিজ হয়ে ট্রেন স্টেশন হয়ে আবার উপজেলা এরশাদ মঞ্চে এসে শেষ হয়।