Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: মামলায় আসামি সাবেক ২ মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২০:৪৩ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:১২

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ-প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ওই এলাকার আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ১৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার জুঁইদণ্ডী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার পুলিশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার তিনজন হলেন- আবদুল কাদের (৫০), আরিফ (২০) ও আবদুল খালেক (২৮)। এদের মধ্যে আবদুল কাদের জুঁইদণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং বাকি দুজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।

বিজ্ঞাপন

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন সারাবাংলাকে জানান, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল বের করে। পরদিন এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, মিছিলে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা বীরের বেশে-আসবে ফিরে বাংলাদেশে’ এ ধরনের বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এ ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এছাড়া, আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ওয়াসিকা আয়শা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করে শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

ওসি মনির হোসেন সারাবাংলাকে বলেন, ‘গ্রেফতার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন সরাসরি মিছিলে অংশ নিয়েছে। কেউ কেউ মিছিলের পরিকল্পনা ও বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং অর্থায়ন করেছেন।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর