Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫০ শয্যার হাসপাতলে চিকিৎসাসেবা চালু নভেম্বরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২১:১৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ ২১:২২

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ১৫০ শয্যার নতুন বহুতল ভবনে নভেম্বরের মধ্যে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার সক্রিয় বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় নির্মাণের প্রায় এক বছর পরে কার্যক্রম চালু করা হবে।

শনিবার (১৮ অক্টোবর) পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে এক বছর ধরে পড়ে আছে চকচকে বহুতল ভবনটি। অন্যদিকে ১০০ শয্যার হাসপাতালটিতে তিনগুণ রোগী ভর্তি থাকায় মেঝে ও বরান্দায় থেকে কষ্ট করে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় নতুন হাসপাতাল চালুর বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন। এমনকি হাসপাতাল চালুর সময় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার জন্য স্বেচ্ছায় অর্থ সহায়তার হাত বাড়িয়ে দেন জেলার রাজনৈতিক দল, ব্যবসায়ী, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠান। এসময় গঠন করা হয় স্বাস্থসেবা সহায়তা তহবিল।

হাসপাতালের জিনিসপত্র কেনার জন্য ৩০ লাখ টাকার বিরাট সহায়তা নিয়ে সবাই এগিয়ে আসায় নতুন ভবনে সেবা চালু করার সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একইসঙ্গে স্বাস্থ মন্ত্রণালয় ও স্বাস্থ অধিদপ্তরের কাছেও ইতিবাচক সাড়া মিলেছে বলে দাবি স্বাস্থ বিভাগের। মিলেছে প্রয়োজনীয় চিকিৎসক পদায়নের আশ্বাসও।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সীমা শারমিন, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী নেতা, স্বেচ্চাসেবী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর