Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ২২:২৩ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০০:২৭

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস। ছবি: সারাবাংলা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপনে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপন করে সরকারের কাছে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব মাহবুবুর রহমান পাটওয়ারী, জাতীয় রাজস্ব বোর্ডের (এববিআর) প্রথম সচিব মু. রইচ উদ্দিন খান, এনবিআরের প্রথম সচিব মো. তারেক হাসান, ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান ও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়া।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয় জানায়, কমিটি দ্রুততম সময়ের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে।

এ ছাড়া, জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউজের আমদানি-রফতানি কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে বিমানবন্দরের কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর