Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই যোদ্ধাদের নিয়ে আমার বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৪:৩২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:১৩

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ -(ছবি : সংগৃহীত)

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ সই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে তার দেওয়া বক্তব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আংশিক কাট করেছে।

রোববার (১৯ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সালাহউদ্দিন বলেন, “জুলাই যোদ্ধা নামে একটি সংগঠন আমাদের সঙ্গে ও ঐকমত্য কমিশনের সঙ্গে কথা বলেছিল। তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, যা আমরা সমর্থন করেছি। আমি স্পষ্টভাবে বলেছি— ওই বিশৃঙ্খল ঘটনার সঙ্গে কোনো প্রকৃত জুলাই যোদ্ধা বা অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তি জড়িত থাকতে পারে না। অথচ আমার বক্তব্যের শেষ অংশটি কেটে উপস্থাপন করা হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমি মনে করি, আমার বক্তব্য বিকৃত করা হয়নি, তবে এনসিপি আংশিক অংশ কেটে তা উদ্ধৃত করেছে। আমি প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার চেষ্টা করেছি, যাতে তাদের কেউ ভুলভাবে অভিযুক্ত না করে।”

সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, “বিষয়গুলো তদন্তাধীন। তবে কিছু ঘটনা একইসূত্রে গাঁথা হতে পারে— দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা এতে জড়িত থাকতে পারে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর