Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা প্রতিশ্রুতির নির্বাচনি প্রচারে এ কে আজাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৫:৫২ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৮:১০

নির্বাচনি প্রচারে এ কে আজাদ। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুরে বেকারদের চাকুরির সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ ও জেলার চিকিৎসাসেবার উন্নতিকরণে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ এবং সড়কের বেহাল দশার উন্নয়নসহ বেশ কিছু পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। তবে সমাজের বিশৃঙ্খলা ও নিরব চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) সকালে জেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর বাজার, জাফর বাজারসহ বেশকিছু হাটবাজারে জনসংযোগের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব কি না, সেই সিদ্ধান্ত নেবে ফরিদপুরের জনগণ। তবে উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুরের মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে।’

বিজ্ঞাপন

এছাড়া বেকারত্ব দূরীকরণে বিনা পয়সায় তার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় যারা প্রশিক্ষণ নেবেন তাদের আসা যাওয়ারও খরচ বহন ও চাকরিরও নিশ্চয়তা দেন হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

ফরিদপুর-৩ আসনের ভোটের লড়াইয়ে সামিল হতে একে আজাদ ছাড়াও বিএনপি ও জামায়াতের একাধিক সম্ভাব্য প্রার্থী উঠান বৈঠকসহ গণসংযোগ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর