Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:৩১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৬:৩৩

পুলিশের জালে দুই কারবারি। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করে পুলিশ।

রোববার (১৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া ঘুঘুরহাট-নাগেশ্বরী সড়ক থেকে এসব গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারিরা উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০)।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর