Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৬:৫৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৭:০১

আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসব উদযাপিত হচ্ছে।

বান্দরবান: বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়ার টেক আম্রকানন গৌতম বিহারে দানোত্তম কঠিন শুভ চীবর দানোৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বান্দরবান সদরের কালাঘাটা বড়ুয়ার টেক আম্রকানন গৌতম বিহার পরিচালনা সেবা কমিটি ও দায়ক-দায়িকার আয়োজনে ত্রিরত্ন কল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় দানোত্তম এই শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়।

কঠিন চীবরদান উপলক্ষ্যে ভোর ৫টায় বিশ্বশান্তি মঙ্গল কামনায় সূত্রপাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের প্রাতঃরাশ, বুদ্ধমূর্তি দান, বুদ্ধপূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘদান ও কঠিন চীবরদান ও ধর্মদেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় চীবর উৎর্সগ, শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন শীলঘাটা পরিনির্বান বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথের, চেমী কপিলা বস্তু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কথাশিল্পী দীপংকর মহাথের, জ্ঞানরত্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ কর্মবীর ভদন্ত সত্যজিত মহাথের, মছদিয়া জ্ঞানবিকাশ বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত এস.ধর্মতিলক থের, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যোতি স্থবির, আম্রকানন গৌতম বিহারের মহা-অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাকান্তি থের, ভদন্ত পূণ্যরত্ন থের, ভদন্ত প্রজ্ঞালোক স্থবির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা ধর্মদেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার চৌধুরী ও জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রাজপুত্র চহ্লাপ্রু জিমি, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাবেক সভাপতি বেসান্ত বড়ুয়া, বান্দরবান পৌরসভার সাবেক প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, আম্রকানন গৌতম বিহার পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বড়ুয়া, কার্যকরী সভাপতি সুমন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া, ত্রিরত্ন কল্যাণ সংঘের সভাপতি সুলাল বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয় বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকা ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

জানা যায়, ২৪ ঘণ্টার মধ্যে টাটকা চীবর (কাপড়) তৈরি করার পর তা ভিক্ষুদের দানের মাধ্যমে কায়িক, বাচনিক ও মানসিক পূণ্য সঞ্চয় হয় বলেই বৌদ্ধ শাস্ত্রে এই দানকে ‘শ্রেষ্ঠদান’ কিংবা কঠিন চিবর দান বলে, আর এই কঠিন চীবর দানের মধ্য দিয়ে সুখ শান্তি লাভের আশায় বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুরো মাস জুড়ে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে জড়ো হয়ে চীবর তৈরি করে বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর