Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে কচুরিপানা ফেলতে গিয়ে এক নারীর মৃত্যু, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৭:৫৩

কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। ছবি: সারাবাংলা

গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নারী এখনো নিখোঁজ রয়েছেন এবং অপর এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আল মামুন।

তিনি জানান, সকালে খিরাটি গ্রামের পাঁচ নারী—লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম বাড়ির পাশের ক্ষেত থেকে কচুরিপানা পরিষ্কার করছিলেন। পরে কচুরিপানা নদীতে ফেলতে গেলে হঠাৎ প্রবল স্রোতে টানে ভেসে যান তারা।

বিজ্ঞাপন

স্থানীয়দের সহায়তায় লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগমকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলার একটি হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

এদিকে, নিখোঁজ বিলকিস বেগমের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা একযোগে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বিকেল পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, নদীর প্রবল স্রোতের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। সচেতনতার অভাবে কেউ বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর