Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গলায় ফাঁস লাগানো কুমিরটি ভাসছিল নদীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৮:৪১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

ভেসে আসা মৃত কুমির। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বাগেরহাটের মোংলা শহরতলীর নারকেলতলা এলাকায় রোববার (১৯ অক্টোবর) সকালে নদী থেকে গলায় ফাঁস দেওয়া একটি মৃত কুমির ভেসে এসেছে।

কুমিরটির শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন। প্রায় দশ হাত লম্বা কুমিরটির দেহে আঘাতের কিছু চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে নদীতে ভেসে আসা কুমিরটি দেখে তারা তা শনাক্ত করেন। পরে তীব্র দুর্গন্ধে পুরো এলাকায় অস্বস্তির সৃষ্টি হয়।

সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানিয়েছে, মৃত কুমিরটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর