Sunday 19 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট টেকনোলজিতে আরও এগিয়ে যেতে চায় অ্যাঙ্কার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ২১:৫৮ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২২:০১

ঢাকা: বিশ্বের নাম্বার ওয়ান চার্জিং ব্র্যান্ড ও স্মার্ট টেকনোলজিতে বিশ্বখ্যাত অ্যাঙ্কার ইনোভেশনস আয়োজন করেছে ‘গ্র্যান্ড ডিলার মিট ও প্রোডাক্ট শোকেজ ২০২৫’। সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মেগা এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এতে স্মার্ট টেকনোলজিতে অ্যাঙ্কারের অগ্রযাত্রা তুলে ধরা হয়। দেশের স্মার্ট টেকনোলজিতে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যেতে চায়।

রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইভেন্টটিতে অংশ নেন কনট্রিভ্যান্স ইন্টারন্যাশনাল-এর দেশের বিভিন্ন অঞ্চলের প্রধান ডিলার ও পার্টনাররা। এটি অ্যাঙ্কার ব্র্যান্ডের বাংলাদেশে প্রোডাক্ট মার্কেট সম্প্রসারণ ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশে কেবল কনট্রিভ্যান্স ইন্টারন্যাশনাল-ই অ্যাঙ্কারের একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর। প্রতিষ্ঠানটি সারাদেশে অ্যাঙ্কারের উপস্থিতি আরও শক্তিশালী করতে, খুচরা বিক্রয়ের নেটওয়ার্ক বাড়াতে এবং গ্রাহকদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানায়, ইভেন্টটি ছিল পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা, বর্তমান টেক বাজার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় এবং অ্যাঙ্কারের সর্বশেষ প্রোডাক্ট ইনোভেশন উপস্থাপনের একটি বিশেষ প্ল্যাটফর্ম। অতিথিরা সরাসরি অ্যাঙ্কারের নতুন প্রযুক্তি এক্সপেরিয়েন্স করেন— যা ব্র্যান্ডটির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও ডিজাইন উৎকর্ষতার প্রমাণ দেয়।

এছাড়াও, ইভেন্টে সেরা পারফর্ম করা পার্টনারদের স্বীকৃতি দেওয়া হয়— যাদের অবদান বাংলাদেশে অ্যাঙ্কারের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এই পার্টনারশিপের মাধ্যমে অ্যাঙ্কার একটি টেকসই ও লাভজনক মার্কেট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে, যা রিটেইলার, ডিস্ট্রিবিউটর ও গ্রাহক— সবার জন্যই উপকারী হবে।

অনুষ্ঠানে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে অ্যাঙ্কার বাংলাদেশের স্মার্ট টেকনোলজি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার জন্য তাদের দীর্ঘমেয়াদি ভিশন পুনর্ব্যক্ত করেছে। যার প্রধান উদ্দেশ্য — বিশ্বাস, প্রযুক্তি ও পারস্পরিক সফলতার মাধ্যমে পার্টনারশিপ গড়ে তোলা।

অনুষ্ঠানে অ্যাঙ্কারের দক্ষিণ এশিয়া অঞ্চলের সেলস ম্যানেজার উজায়ের লতিফ ও কনট্রিভ্যান্স ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং পার্টনার মি. ইয়াদিল আলম বক্তব্য দেন।