ঢাকা: রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় পালক ভাইয়ের ছুরিকাঘাতে রুবেল ভুইয়া (৪৯) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরাপুল কোমর গলির একটি বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেলের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার যশলং গ্রামে।
নিহতের ছেলে আলিফ আহমেদ অনিক জানান, তার দাদি খুশি বেগম পালক ছেলে রনি (৩০)–কে নিয়ে ফকিরাপুলে থাকেন। সকালে অনিকের খালা পপি আক্তার কিস্তি সংক্রান্ত বিষয়ে দাদির বাসায় যান। এসময় রনি খালাকে বটি নিয়ে মারতে যায়। পরে খবর পেয়ে রুবেল ও তার স্ত্রী মুন্নি বেগম ঢাকায় এসে রনিকে জিজ্ঞাসাবাদ করেন। তর্কাতর্কির এক পর্যায়ে সন্ধ্যায় রনি রুবেলকে ছুরিকাঘাত করে। পরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।