Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ
আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০৭:৪৬ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৯:২০

জোড়া গোলে জয়ের নায়ক ইয়াসির

ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, আরলিং হালান্ডদের মতো তারকাকে বিশ্ব চিনেছে এই টুর্নামেন্ট দিয়েই। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ দিয়ে এবার তারকাখ্যাতি পেলেন মরক্কোর তরুণ ফুটবলার ইয়াসির জাবিরি। ফাইনালে জাবিরির জোড়া গোলেই ফেভারিট আর্জেন্টিনাকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতল মরক্কো।

টানা ৬ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর ফাইনালে উঠে নিজেদের ৭ম শিরোপা জিতবে আকাশী নীলরা, ধারণা করা হচ্ছিল এমনটাই।

চিলির রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসের ফাইনালে পুরো ম্যাচজুড়ে শুধু হতাশাই উপহার দিয়েছে ফেভারিট আর্জেন্টিনা। ৭৬ শতাংশ বল দখল ও ২০টি শটস অন টার্গেট থাকলেও একবারও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

উলটো আর্জেন্টিনার জালে দুইবার বল জড়িয়েছে মরক্কো। এই গোলই এসেছে জাবিরির পা থেকে। ১২ ও ২৯ মিনিটে করা তার জোড়া গোলেই শেষ পর্যন্ত শিরোপা উঁচিয়ে ধরে আফ্রিকার এই দেশটি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে নতুন ইতিহাস গড়েই বিশ্বকাপ শিরোপা জিতল মরক্কো।

শেষ বাঁশি বাজার পর একদিকে উল্লাসে মেতেছে মরক্কো, অন্যদিকে চোখের জলে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা।

বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর