Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
এমবাপের গোলে স্বস্তির জয়, শীর্ষে ফিরল রিয়াল

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ০৮:৩২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১০:২৬

রিয়ালকে স্বস্তির জয় এনে দিলেন এমবাপে

২৪ ঘণ্টা আগেই দারুণ এক জয়ে লা লিগার শীর্ষে ফিরেছিল বার্সেলোনা। তবে শীর্ষস্থানটা তাদের থেকে আবারও ছিনিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। অন্তিম মুহূর্তে কিলিয়ান এমবাপের গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করল জাভি আলোনসোর দল।

গেতাফের মাঠে পুরো ম্যাচজুড়েই রিয়াল ছিল খানিকটা ছন্নছাড়া। বিশেষ করে ফরোয়ার্ডদের ব্যর্থতায় বেশ কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছেন তারা। ঘরের মাঠে গেতাফেও রিয়াল রক্ষণভাগকে তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি। গোলশূন্যভাবেই তাই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। রিয়ালের জন্য আশীর্বাদ হয়ে আসে গেতাফের দুই লাল কার্ড। ৭৭ মিনিটে অ্যালান নিয়ম ও ৮৪ মিনিটে অ্যালেক্স সানক্রিস লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত হয় গেতাফে।

বিজ্ঞাপন

এই সুযোগেই ৮০ মিনিটের মাথায় ডেডলক ভাঙ্গেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন এমবাপে।

অন্তিম মুহূর্তে ম্যাচে সমতা ফেরাতে পারত গেতাফে। তবে রিয়াল কিপার কোর্তোয়ার দারুণ এক সেভে এই যাত্রায় রক্ষা পায় রিয়াল।

১-০ গোলের এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। আগামী ২৬ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর