Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, পঞ্চম স্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৫ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১১:০৪

ঢাকা: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার (২০ অক্টোবর) সকালে ভারতের রাজধানী দিল্লি শীর্ষে অবস্থান করছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী সকাল ৮টা ২০ মিনিটে দিল্লির বায়ুমানের সূচক (একিউআই) ছিল ২৮৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এদিন ২৮৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের মুম্বাই। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান শ্রেণিতে পড়ে।

সাম্প্রতিক বৃষ্টিপাতে ঢাকার বায়ু কিছুটা উন্নত হলেও এখনও তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, এমন দূষিত বাতাস শিশু, প্রবীণ, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বাদের জন্য মারাত্মক ক্ষতিকর।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি
  • ১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর
  • ২০১–৩০০: খুব অস্বাস্থ্যকর
  • ৩০১–৪০০: ঝুঁকিপূর্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এর ফলে স্ট্রোক, হৃদরোগ, শ্বাসযন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসারসহ নানা জটিলতা দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলেন, নগর এলাকায় নিয়ন্ত্রণহীন যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধূলা ও শিল্পকারখানার নির্গমন বায়ুদূষণের প্রধান উৎস। তারা নগরবাসীকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।

সারাবাংলা/এফএন
বিজ্ঞাপন

বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫৩

বুয়েটে বিভিন্ন পদে চাকরি
২০ অক্টোবর ২০২৫ ১০:৫০

শ্যামাপূজা ও দীপাবলি আজ
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৩

ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
২০ অক্টোবর ২০২৫ ১০:৩১

আরো