Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১২:৫৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল মিয়া (৩১) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কনস্টেবল হিসেবে কর্মরত।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত রাসেল মিয়া জানান, তিনি মালিবাগ পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত। তার বাসা কদমতলির রইস নগর এলাকায়। আজকে তাদের ফায়ারিং প্রশিক্ষণ ছিল। এজন্য ভোরে বাসা থেকে মোটরসাইকেল যোগে মালিবাগের অফিসে যাচ্ছিলেন তিনি। রায়েরবাগ এলাকায় আসলে ৩/৪ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মানিব্যাগ ও মোবাইল নেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ায় তার বাম হাতের বাহুতে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে প্রতবেশীরা তাকে চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, সকালের দিকে সিআইডির পুলিশ সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাম হাতে আঘাতের চিহ্ন আছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর