Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনাল হেরে বিধ্বস্ত আর্জেন্টিনা, সান্ত্বনায় কী বললেন মেসি?

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৪:২২

ফাইনালে হেরে কান্নায় ভেঙে পড়েছেন আর্জেন্টাইন ফুটবলাররা

টুর্নামেন্টের শুরু থেকেই তারা ছিলেন অপ্রতিরোধ্য। টানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল আর্জেন্টিনা। ফেভারিট হিসেবে ফাইনালে খেলতে নেমে স্বপ্নভঙ্গ হলো আকাশী নীল জার্সিদের। মরক্কোর কাছে ২-০ গোলে হেরে শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। যুব দলের এমন হার পীড়া দিয়েছে লিওনেল মেসিকেও। এক বার্তায় বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলছেন, ট্রফি না জিতলেও এই দলকে নিয়ে তিনি গর্বিত।

এবারে আসরের গ্রুপ পর্ব থেকেই দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ বছর পর ৭ম শিরোপার লক্ষ্যে ফাইনালে মাঠে নেমেছিলেন তারা। কাগজে কলমে কিংবা মাঠের পারফরম্যান্স, ফাইনালে ফেভারিট ছিল আর্জেন্টিনাই।

বিজ্ঞাপন

তবে মরক্কোর যুব দলের ইয়াসির জাবিরির অবিশ্বাস্য ফুটবলের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। জোড়া গোল করে মরক্কোকে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন জাবিরি।

ফাইনালের হারের পর কান্নায় ভেঙে পড়েছিলেন আর্জেন্টিনার প্রায় সকল ফুটবলার। তাদের এমন কান্না ছুঁয়ে গেছে মেসিকেও। ইন্সটাগ্রাম বার্তায় মেসি জানিয়েছেন, ‘মাথা উঁচু রাখো ছেলেরা। অবিশ্বাস্য এক টুর্নামেন্ট খেলেছো তোমরা। যদিও আমরা সবাই তোমাদের হাতেই ট্রফি দেখতে চেয়েছিলাম। তবে তোমাদের খেলা দেখে যে আনন্দ পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তোমরা আর্জেন্টিনার জার্সির মান রক্ষা করেছ, আমরা তোমাদের নিয়ে গর্বিত।’

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর