Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনরত শিক্ষকদের দাবি মেনে নিন: জাতীয় শিক্ষক ফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৫:৪২ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৫০

জাতীয় শিক্ষক ফোরামের সংবাদ সম্মেলন

ঢাকা: আন্দোলনরত শিক্ষকদের দাবিসমূহ মেনে নিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে জাতীয় শিক্ষক ফোরাম।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় শিক্ষক ফোরামের কার্যালয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ ও ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেন, শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সব স্কুল, কলেজ, মাদরাসা তালাবদ্ধ। সামনে নির্বাচন, বার্ষিক পরীক্ষা, তদুপরি এ বৎসরে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা করা। নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে। তাতে শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অতএব, এই অচলাবস্থা নিরসন করে শিক্ষক- কর্মচারীদের বিদ্যালয়ে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে চলমান আন্দোলনে সকল কর্মসূচিতে সংহতি জানিয়ে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে ৭ দফা দাবি পেশ এবং ৩ দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

৭ দফা দাবি সমূহ হলো-

  • এমপিভুক্ত শিক্ষকদেরকে নিঃশর্তভাবে ২০% বাড়ি ভাড়া দিতে হবে।
  • ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে।
  • এমপিওভুক্ত কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দিতে হবে।
  • ১০৮৯টি স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর করে গেজেট প্রকাশ ও দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
  • ৪% কর্তন বন্ধ এবং অবসরকালীন প্রাপ্ত অর্থ অনধিক ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে।
  • শিক্ষকদের হয়রানি ও হামলার বিচার, শিক্ষক সুরক্ষা আইন ও সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রদান, শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলকরণ এবং সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করতে হবে।
  • সর্বোপরি শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

৩ দফা কর্মসূচি হলো-

  • চলমান শিক্ষক আন্দোলনের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা পোষণ ও অংশগ্রহণ।
  • দাবি আদায় না হলে আগামী ২৫ অক্টোবর শনিবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন।
  • ২৬ অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় সহ-সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মো. নেছার উদ্দিন, অধ্যাপক ডক্টর কামরুজ্জামান, সেক্রেটারি জেনারেল প্রভাষক ডা. আব্দুস সবুর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আল আমীন, সাংগঠনিক সম্পাদক কেএম জাহিদ তিতুমীর প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর