ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে ঐক্যের সম্ভাবনা তৈরি হলেও রাজনৈতিক অঙ্গনে অনৈক্যের সুর লক্ষ্য করা যাচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠার বড় সুযোগ এসেছে। তারপরও রাজনীতিকদের মাঝে যে অনৈক্য, তা অত্যন্ত হতাশাজনক।”
তিনি আরও বলেন, “সততা প্রতিষ্ঠা ব্যতীত পরিচ্ছন্ন রাজনীতি সম্ভব নয়। রাজনীতির মধ্যে সততা না আনতে পারলে রাজনীতি কখনোই সুন্দর হবে না। ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না।”
দেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য রাজনীতিবিদ ও আমলাতন্ত্রকে দায়ী করেন বিএনপি মহাসচিব। তার ভাষায়, “আমাদের দুর্ভাগ্য, দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদ ও আমলাতন্ত্র।”
এর আগে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশে যে রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে না পারলে জাতি আবারও পিছিয়ে পড়বে।