Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৫৮

সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ থেকে ১ লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সেই সঙ্গে নির্বাচনের আগে পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।

‎সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক ‎বৈঠক শেষে দুপুরে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন।

‎এ সময় তিনি আরও বলেন, ‘ইসির এবার ভোটে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

বিজ্ঞাপন

‎সচিব জানান, ভোটের আগে তিন দিন, ভোটের দিন ও ভোটের পরে নিরাপত্তায় থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী।

‎নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে। সেনা ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড়লাখ দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটে সাড়ে ৫ লাখ আনসার দায়িত্ব পালন করবে।

‎উল্লেখ্য, সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও ৮ দিনের জন্য মাঠে নেমেছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরো পাঁচ দিন সময় নিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে ১০ দিন মাঠে নেমেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

সচিব জানান, বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোন উদ্বেগ প্রকাশ করেনি। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনে বাজেটের উপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত হবে। ‎বৈঠক থেকে কোন ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর