Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সার সংকট নিরসনে ঠাকুরগাঁওয়ে এনসিপি’র স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৫:৩০ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৬:৫০

স্মারকলিপি প্রদান করছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: সার সংকট নিরসন, সিন্ডিকেট দূরীকরণ ও কৃষকদের মাঝে চাহিদা অনুযায়ী সার সরবরাহসহ ৭ দফা দাবি উল্লেখ করে কৃষি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ঠাকুরগাঁও জেলার মোট আবাদি জমি দেড় লাখ হেক্টরেরও বেশি। কিন্তু কৃষকদের চাহিদার তুলনায় সরকারের বরাদ্দকৃত সার এক-চতুর্থাংশেরও কম। এতে বাধ্য হয়ে কৃষকরা বেশি দামে সিন্ডিকেটের কাছ থেকে সার কিনতে বাধ্য হচ্ছেন। সারের পর্যাপ্ত বরাদ্দ, বণ্টনে তদারকি বৃদ্ধি, কালোবাজারি বন্ধ এবং কৃষকদের ক্ষতি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ঠাকুরগাঁও -৩ আসনের প্রার্থী গোলাম মর্তুজা সেলিম বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি সার সরবরাহে সিন্ডিকেট যেন বন্ধ হয়, কৃষক যেন নির্ধারিত দামে চাহিদা অনুযায়ী সার পায়। ঠাকুরগাঁও কৃষিনির্ভর জেলা, তাই সার সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’

এনসিপি মনে করে, কৃষকের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি অর্থনীতি উভয়ই শক্তিশালী হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর