রাজবাড়ী: ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। অন্যান্যদের মধ্যে সদর সার্কেল শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দীপ্তি রাণী পালসহ অনেকেই বক্তব্য দেন। এসময় সরকারি দফতরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পরিসংখ্যান বিষয়সহ জেলার বিভিন্ন বিষয় নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো. রেজাউল করিম।
প্রধান অতিথি জেলা প্রশাসক সুলতানা আক্তার তার বক্তব্যে মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।