ঢাকা: দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে ময়দানে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেছেন, দেশের শিক্ষা-সংস্কৃতি, সমাজনীতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচারবিভাগ ও সংসদসহ রাষ্ট্রের সকল অবকাঠামোকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ঢেলে সাজাতে পারলেই ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমৃদ্ধ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা, গণমানুষের কল্যাণ ও মুক্তি অর্জন সম্ভব।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা আবাসন ক্যাম্পে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ‘অপার সম্ভাবনার দেশ আমাদের এ প্রিয় জন্মভূমি। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজের সমারোহে পরিবেষ্টিত আমাদের এ বাংলাদেশ। তাই এ দেশকে পর্যটনের দেশে পরিণত করা খুবই সম্ভব। মূলত, আমাদের দেশের মানুষ অতি সহজ-সরল। তারা আত্মসম্মান নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে মিলেমিশে বাঁচতে চান। কিন্তু কিছু অসৎ ব্যক্তি ও একশ্রেণির রাজনৈতিক উচ্চাভিলাসীদের কারণে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। তারা লাগামহীন দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজী, টেন্ডারবাজীর মাধ্যমে অগাধ বিত্ত-বৈভব কুক্ষিগত করেছে। দেশের সিংহভাগ মানুষ দারিদ্রসীমার মধ্যে বাস করলেও এদের জীবন খুবই জৌলুসপূর্ণ। তাই এ অশুভ বৃত্ত থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে হলে দেশে একটা ইতিবাচক পরিবর্তন দরকার।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা- ১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ইসলামী ইন্টারন্যাশন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দীন। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মো. খয়বর আলী। সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসাইন রাজন।