কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেছেন, ‘আমরা মোট পাঁচটি দাবি করেছিলাম তার মধ্যে একটি দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন। জুলাই সনদে আপার হাউস পিআর একোমোডেট করা হয়ছে। লোয়ার হাউস পিআর আমাদের দাবির মধ্যে আছে। আমরা আমাদের দাবি জানিয়েই যাবো। শেষ পর্যন্ত দাবি কোন জায়গায় গিয়ে থামে সেটা দেখে আমরা সেই সময় কথা বলবো।’
সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরতলীর হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘পিআর না দিলে কী হবে সেটা এখন বলবো না। এটা চলমান একটা আন্দোলন, এটা চলতেই থাকবে। আমাদের সকল জনশক্তি ও প্রার্থীরা নির্বাচন নিয়ে মাঠে ব্যাস্ত আছেন। নির্বাচন নিয়ে জামায়াতের সকল প্রস্তুতি নেওয়া আছে। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।’
সমাবেশে জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে বক্তব্য দেন-নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, জেলা সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দার ও শহর আমীর এনামুল হকসহ অন্যান্য নেতারা।