ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় তানভীর (১৪) নামে এক শ্রমিকের পায়ু পথে বাতাস ঢুকানের ঘটনা ঘটেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর কয়লার ঘাট মোস্তফা প্লাস্টিক কারখানায় ঘটনাটি ঘটে।
তানভীরের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালকিনি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর কয়লার ঘাট রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
হাসপাতালে তানভীরের সহকর্মী মো. মামুন জানান, তারা মোস্তফা প্লাস্টিক কারখানায় কাজ করেন। সন্ধ্যার দিকে অপর দুই কর্মচারী সিয়াম (১৬) ও রিফাত (১৭) দুষ্টমির ছলে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। এরপর তানভীর গুরুতর অসুস্থ হয়ে পরে। প্রথমে তাকে মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে তানভীরের বাবা মানিক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে জানতে পারি কারখানার কয়েকজন কর্মচারী তানভীরের পায়ুপথে পাইপ দিয়ে বাতাস ঢুকিয়ে দিছে। চিকিৎসকরা জানিয়েছে তানভীর এর অবস্থা গুরুতর।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে আহত অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।