ঢাকা: বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা নয় সিনিয়র সচিব ও সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
সোমবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— সিনিয়র সচিব শফিউল আজিম, ড. এ কে এম মতিউর রহমান, ড. ফরিদ উদ্দিন আহমদ, মো. নূরুল আলম, মো. আজিজুর রহমান, মো. মিজানুর রহমান, মো. সামসুল আরেফিন, মো. মশিউর রহমান এবং মো. মনজুর হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই নয়জন সচিব অবসরকালীন সব সুবিধা পাবেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, যেসব কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে, তাদের সরকার প্রয়োজনে কোনো কারণ দর্শানো ছাড়াই বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন আবশ্যক।
উল্লেখ্য, গতবছর জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত বেশ কয়েকজন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। ওই সময় আরও বেশ কয়েকজন সিনিয়র সচিব ও সচিবকে ওএসডি করা হয়েছিল।