Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১০:০৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১১:১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ২ বন্ধু।

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর ওপর সার্ভিস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন-মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার পুত্র ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস সড়ক দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে পড়ে থাকা দুটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুর্ঘটনা ঘটতে পারে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

ঢাকার বায়ু আজও ‘অস্বাস্থ্যকর’
২১ অক্টোবর ২০২৫ ১০:৫১

আরো

সম্পর্কিত খবর