ফরিদপুর: ফরিদপুর-৩ আসন সদর উপজেলাতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুর্নবাসনের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে মহানগর কৃষকদলের উদ্যোগে শহরের রাজাবাড়ি রাস্তার এলাকায় থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ি রাস্তার মোড় গোলচত্তরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর কৃষক দলের সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্ত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আব উব্দুল্লাহ আল মামুন রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন।
এসময় ফ্যাসিবাদ বিরোধী মশাল মিছিলে ফরিদপুর মহানগর কৃষক দলের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা একে আজাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি নির্বাচনের গনসংযোগের নামে পতিত স্বৈরচার সরকারের দোসরদের পুর্নবাসনের কাজে নেমেছে। একে আজাদের গাড়ি বহরে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যাচার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় একে আজাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
উল্লেখ্য, গত রোববার সদর উপজেলার পরমানন্দপুর বাজরে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ আসনের সাবেক স্বতন্ত্র প্রার্থী একে আজাদ নির্বাচনী গনসংযোগের অংশ হিসাবে সেখানকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান। সে সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়। এ সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে পুলিশের সহায়তায় একে আজাদের গাড়ি বহর স্থান ত্যাগকালে বহরে থাকা পেছনের দুটি গাড়ির গ্লাস ভাঙ্গেন বিক্ষুব্ধরা।