Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ালন্দে বাসচাপায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:৪৪

প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাসচাপায় মকিম সরদার (৮০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ভূমি অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকিম সরদার গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাউল্লাহ ফকিরপাড়ার মৃত দিরাজ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মকিম সরদার রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির ঢাকাগামী জামান পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছেলে আরব আলী সরদার জানান, বাবা সকালে খাবার খেয়ে ক্ষেতে যায় খড় আনতে। খড় নিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করা হয়। তবে চালক ও সহকারী পালিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।’

বিজ্ঞাপন

জয় দেখছে বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৫ ১৯:৪৬

আরো

সম্পর্কিত খবর