Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকান লিজ দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, বণিক সমিতির স্মারকলিপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৯:০৭

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিচ্ছেন ব্যবসায়ীরা। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: পঞ্চগড় বাজারের কয়েকজন ব্যবসায়ীর দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের চেষ্টার অভিযোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাজার বণিক সমিতি। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় বাজার বনিক সমিতির ডাকে জড়ো হন দোকান মালিক ও কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাইসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনগর হাটের (পঞ্চগড় বাজার) ভেতর চারটি দোকান ঘরে প্রায় ছয় দশক ধরে ব্যবসা করে আসলেও নতুন করে কিছু অসাধু ব্যক্তি গোপনে লিজ নেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাজারে বিশৃঙ্খলা ও দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই যারা নতুন করে লিজ নেওয়ার অপচেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। সুষ্ঠু সমাধান না পেলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন ব্যবসায়ী নেতারা।

বনিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, ‘আমাদের কয়েকজন লোকের জন্য পঞ্চগড়ের ব্যবসায়ীদের মধ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। এসব দোকানের মালিক অনেক বিধবা মা-বোন আছে, অনেক বৃদ্ধ, অবসরপ্রাপ্ত মানুষ আছে, যারা দোকান ভাড়া দিয়ে সংসার চালায়। এইটা থেকে আমাদের বঞ্চিত করলে আল্লাহ সহ্য করবেন না। আমাদের সমস্যা জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের স্মারকলিপি নিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর