Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অন্তর্বর্তী সরকারকে এখনই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৯:৫৯

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: অন্তর্বর্তী সরকারকে এখনই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে—এ ধারণা জনগণকে দেওয়া এখন সময়ের দাবি। যাদেরকে সচিবালয়ে ‘ফ্যাসিস্ট শাসনের দোসর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সরাতে হবে।”

তিনি আরও বলেন, ‘বিচার বিভাগেও যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে, তাদের অপসারণে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসকে উদ্যোগ নিতে হবে।’

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ না থাকে, তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

এর আগে সন্ধ্যা ছয়টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেয়। মির্জা ফখরুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর