Tuesday 21 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ২০:১৬ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২২:০২

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: সারাবাংলা

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক চাই। সেই স্বাভাবিক সম্পর্কের মধ্যে সফর অন্তর্ভুক্ত। তারা যদি সফরে আসে তাহলে আমরা স্বাগত জানাব। এটাই স্বাভাবিক এবং আমরা তাই করছি।

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন পাকিস্তানের অর্থমন্ত্রীর বাংলাদেশ সফর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা তো চাই অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ুক। যেটা আসলে অনেকটা একতরফাভাবে আটকে রাখা হয়েছিল এতদিন। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের স্বার্থ আছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠায় এবং তা এগিয়ে নেওয়াতে। আমার মনে হয় আমরা সেভাবেই এগুচ্ছি।’

বিজ্ঞাপন

ভারতের সঙ্গে সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে কোনো অগ্রগতি আছে কি-না? জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার কাছে মনে হয় এই ইস্যুতে আমরা বিভিন্ন সময়ে কথাবার্তা বলেছি। এ বিষয়ে কোনো অগ্রগতি থাকলে আমি আপনাদের জানাব। কোনো অগ্রগতি নেই, কাজেই আমি জানাতে পারছি না।’

তিনি বলেন, ‘ভারতের অনেক প্রকল্পের কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। নিরাপত্তা ইস্যু নিয়ে তারা বলছিল, হয়তো বাস্তবে তারা খুব অস্বস্তি বোধ করছিল, এই কারণে বন্ধ হয়েছিল। পরে আবার কোনো কোনো প্রকল্প চালু হয়েছে। তবে বিস্তারিত আমার কাছে নেই। কারণ, এসব প্রকল্পের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কিছু প্রকল্প চলছে আর কিছু হয়তো কাজ এগুচ্ছে না।’

ত্রিপুরায় বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় ভারতকে তদন্তের দাবি জানানো হয়েছিল। তবে এর জবাব ভারত দেয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘ভারত যে বয়ান দিয়েছে, সেটা আমরা নাও গ্রহণ করতে পারি। কিন্তু আমাদের তো খুব বেশি কিছু করার নেই। কারণ গ্রামবাসীরা যদি তাদের বেআইনি কাজে বাধা দিয়ে থাকে বা কোনো ক্ষতির জন্য আক্রমণ করে থাকে… অবশ্যই কোনো দেশের আইনে এটা অনুমতি দেয় না। কাজেই আমরা এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই।’